আরও এক ধরনের বাইনারি অপারেটর হলো রিলেশনাল অপারেটর । দুটি অপারেন্ডের মধ্যে তুলনামূলক অপারেশন করতে রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয় । চলো আগে দেখে নেই রিলেশনাল অপারেটর গুলো কী কী ।
Loading...
রিলেশনাল অপারেটর গুলো মূলত দুটি ভ্যালুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় । তুলনাটি যদি সঠিক হয়, তাহলে ঐ পুরো statement টির মান হয় , আর সঠিক না হলে মান হয় । অর্থাৎ মানে সত্য এবং মানে মিথ্যা । চলো ব্যাপারটি পরীক্ষা করে দেখিঃ
1#include <stdio.h>
2#include <math.h>
3
4int main()
5{
6 int statement1 = 5 > 3;
7 int statement2 = 3 > 10;
8 printf("Value of statement1 is %d\n", statement1);
9 printf("Value of statement2 is %d", statement2);
10 return 0;
11}
এবার দেখবে এরকম আউটপুট আসবে:
Value of statement1 is 1
Value of statement2 is 0
এখানে 5 > 3 শর্তটি সত্য একারনে প্রথম আউটপুট এসেছে ১, আবার 3 > 10 মিথ্যা, তাই দ্বিতীয় আউটপুট এসেছে 0 ।
Loading...