পরিবর্তনের এই যুগে প্রোগ্রামিং একটি জরুরি স্কিল হয়েদাঁড়িয়েছে I তাই নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইলে শেখা শুরু করো এখনই!
আমাদের ওয়েবসাইটের সকল লেসন, প্রবলেম এবং সমাধানের ব্যাখ্যা সবই বাংলায় । মাতৃভাষাতেই হোক প্রোগ্রামিং শেখা !
প্রতিটি লেসনের কনসেপ্ট ক্লিয়ার করতে রয়েছে পর্যাপ্ত উদাহরণ । উদাহরণ গুলো হাতে কলমে করে দেখলে শেখাটা আরো শক্ত হবে ।
লেসনের শেষে রয়েছে নিজে করো অংশ যেখানে বিভিন্ন সমস্যা এবং সমাধান দেয়া আছে । প্রথমে নিজে সমাধানের চেষ্টা করো, এরপরে উত্তর মিলিয়ে নাও !